কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রেস সেক্রেটারি, বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি
জহিরুল ইসলাম মিরন নিজ বাড়ির সামনে আতাতায়ীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মিরনের দ্রুত সুস্থতা কামনায় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন দোয়া মোনাজাতের আয়োজন করে। রবিবার আসর নামাজ বাদ কুয়াকাটা গেস্ট হাউস মিলনায়তনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল রনির মালিক মানিক চৌধুরী সহ বিভিন্ন আবাসিক হোটেল মোটেল রিসোর্টের মালিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো: মোবাশ্বের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।