প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
সারাদেশে “অপারেশন ডেভিল হান্ট” গ্রেপ্তার- এক হাজার তিন শত আট জন
সারাদেশে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনা করে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারাদেশে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এই সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত "ডেভিল হান্ট" বলতে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও দেশবিরোধী চক্রকে বোঝানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত