ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য মানববন্ধন

Link Copied!

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, উৎসবভাতা, বাসা ভাড়া, মেডিকেল ভাতা সহ শিক্ষা ক্ষেত্রে সরকারী, বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষকরা চৌরাস্তায় আসে।

মানববন্ধনে বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন শিক্ষক।

এসময় বক্তারা বলেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে। এর আগে আমাদেরকে অনেকবার আশ্বস্থ করা হয়েছে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আমাদের বৈষম্য দুর হচ্ছে না। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্যর স্বীকার হতে চাই না। তাই আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক না হলে ঈদের পরে কঠোর কর্মসূচির হুমকি দেন শিক্ষকরা।

পরে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে জমা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।