ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মুদি দোকানে আগুন দুই লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
মার্চ ১৬, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট এলাকায় একটি মুদি দোকানে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে । এতে ওই দোকানদারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের হাসপাতাল গেটে এলাকার মুদি দোকানদার খোকন দোকান বন্ধ করে তারাবির নামাজ আদায় করতে যান। এ সময় দোকানের মধ্যে জ¦ালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
দোকানের মালিক খোকন হোসেন জানিয়েছেন, আগুনে তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার রেজাউল করিম জানান, ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মুহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ছড়িয়ে পড়েনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।