বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের
উপ-মহাপরিচালক ড. মুহাম্মদ সাইফুর রহমান বলেছেন,সীমান্ত চোরাচালান বন্ধে
আনসার বাহিনীকে কঠোর হতে হবে।
প্রতিরোধ করতে হবে রেহিঙ্গা পারাপারসহ সব অবৈধ কর্মকান্ড।
বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে তিনি বলেন,এ বাহিনীর প্রতিটি সদস্যকে
বাল্য বিয়ে,মাদবদ্রব্য পাচার,বিক্রি ও সেবন বিষয়ে চোখ-কান খোলা রাখতে হবে।
সর্বোপুরি আইন-শৃঙ্খলা রক্ষার জন্যে
এ বাহিনীকে খুবই আন্তরিক থাকতে হবে
বলেও নির্দেশক্রমে অনুরুধ জানান তিনি।
রোববার ( ১৬ মার্চ) সকাল ১১ টায় জেলা পরিষদ রেষ্ট হাউজ মিলনায়তনে নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপিদের নিয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বান্দরবান জেলার কমান্ডেন্ট অফিসার মো মোতালেব হোসেন,নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ও উপজেলা আনসার -ভিডিপি অফিসের প্রশিক্ষক আবদুল্লাহ সিকদার প্রমূখ।
সভায় উপজেলান আনসারদের উপজেলার শতাধিক সদস্য অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত