মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ,সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানাকে কালকিনির কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মালেকুজ্জামান (মালেক) তার স্ব-রচিত কবিতা ‘পবিত্র মাহে রমজান’ উপহার স্বরুপ প্রদান করেন।
সোমবার(১৭ মার্চ) সকালে প্রত্যেকের নিজ নিজ কার্যালয়ে গিয়ে তিনি এ উপহার প্রদান করেন।
এসময় কর্মকর্তাবৃন্দ কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মালেকুজ্জামানের প্রতিভার প্রশংসা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য,কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মালেকুজ্জামান বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এ পর্যন্ত প্রায় শতাধিক কবিতা লিখেছেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত