অবশেষে নেতার কাছে পৌঁছে গেছে ধান্দাবাজির খবর। তার নাম ভাঙ্গিয়ে, বিএনপিকে ব্যবহার করে চিহ্নিত চক্র খাগড়াছড়িতে যেসব অপকর্মে লিপ্ত হয়েছেন তাদের প্রতি হুশিয়ারী দিয়েছেন ওয়াদুদ ভূইয়া।
দুইবারের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পাশাপাশি দলটির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
তিনি নিজের ফেসবুক টাইমলাইনে ঘোষণা দিয়েছেন, “অনেক শ্রম-ঘামে ও ত্যাগের বিনিময়ে অর্জিত বিএনপির নাম ভাঙ্গিয়ে বা বিএনপির যে কেউ বা যে কোন নেতাকর্মী যদি কোন প্রকার অন্যায়, অনিয়ম, অত্যাচার বা জুলম-নির্যাতন এই জেলার যে কোন স্থানে করে, সাথে সাথে আপনারা আমাকে বা আমাদেরকে জানাবেন। সরাসরি বা মোবাইলে।“
গতকাল আমার টাইমলাইনে ওয়াদুদ ভূইয়া ও বিএনপির নাম ভাঙ্গিয়ে খাগড়াছড়ি জুড়ে প্রফুল্ল চক্রের নানা কারসাজির আংশিক তুলে ধরেছিলাম। এর কয়েক ঘন্টার মধ্যেই নেতার এ হুশিয়ারী বেশ প্রশংসা কুড়িয়েছে। আস্থার সৃষ্টি হয়েছে ভুক্তভোগী বাসিন্দাদের মনেও। নেতা, আপনার জন্য ধন্যবাদ আর ফুলেল শুভেচ্ছা রইলো। তবে, সংঘবদ্ধ চক্রটির দ্বারা হয়রানির শিকার হয়ে যেসব সাংবাদিক খাগড়াছড়ি কারাগারে রয়েছেন, আরো যারা পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন- এবার তাদের জন্য আপনার মানবিক হস্তক্ষেপ চাই। কথা দিচ্ছি- আমরা আপনাকে ভুলবো না....
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত