ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে মায়ের পৈত্রিক সম্পত্তি বাচাঁতে ছেলের সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রতিনিধিঃ
মার্চ ১৭, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি শহরে সাবেক মহিলা কমিশনার মৃত আয়েশা বেগম শিরীনের শেষ চিহ্ন পৈত্রিক সম্পত্তি বাঁচাতে নিরুপায় হয়ে তার ছেলে গণমাধ্যম কর্মীদের দ্বারস্থ হয়েছেন।

সোমবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় নিজ বসত ভিটায় সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ছেলে সাজিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাবেক মহিলা কমিশনার আয়েশা বেগম শিরীনের ছেলে সাজিদুল ইসলাম বলেন, গত ২০১৭ সালে তার মায়ের মৃত্যুর পর তার নানা মৃত মজলিস মিয়ার ওয়ারিস সূত্রে পাওয়া তার মায়ের জায়গা দখল করতে তার  বড় খালার স্বামী আমির উদ্দীন নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাকে এবং তার অসুস্থ পিতাকে হুমকি, ধামকি এবং জায়গা ছেড়ে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে।

সাবেক মহিলা কমিশনারের ছেলে আরও বলেন,  তার  মৃত নানার সম্পত্তি ওয়ারিশন অনুযায়ী তার মা-খালা প্রাপ্ত হন। ওয়ারিশন অনুয়ায়ী জায়গা বন্টন না হলেও তা মা-খালা মিলে যার যার সুবিধা অনুযায়ী নিজ ঘর তুলে বসবাস করছে আসছিলো। তবে বিপত্তি ঘটে তার মা সাবেক মহিলা কমিশনার আয়েশা বেগম শিরীর মারা গেলে। তার বড় খালা নূর আয়েশা বেগমের স্বামী আমির উদ্দিন স্থানীয় দুষ্টু লোকদের চক্র নিয়ে তার মায়ের প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার লক্ষ্যে তাকে এবং তার বাবাকে প্রাণ নাশের হুমকি প্রদান করছে।

তিনি আরো জানান বলেন, তার খালু প্রাণ নাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের প্রাপ্ত অর্ধেক জায়গা বাইরের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। বর্তমানে জায়গা বাবদ অর্ধেক টাকা বায়না নামা করেছে।

তিনি আরও বলেন, তার নানার জায়গা এখনো পারিবারিক ভাবে বন্টন না হলেও কিভাবে তিনি এ জায়গা বিক্রি করছেন তা তাদের বোধগম্য নয়। গতকাল রাতে তার খালু স্থানীয় মাস্তান ভাড়া করে তাদের উপর হামলার চেষ্টা চালায় বলেও তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগী সাজিদুল বলেন, স্থানীয় ভাবে কয়েকবার এ সমস্যা সমাধানের চেষ্টা করতে চাইলেও তার খালুর প্রভাব বলয়ে সমস্যার সমাধান হয়নি। অবিলম্বে তিনি এবং তার বাবার প্রাণ রক্ষা এবং নিজ মায়ের ভূসম্পত্তি রক্ষায় স্থনীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।