ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ট্রাক্টর উল্টে চালকসহ ২ জন নিহত

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
মার্চ ১৮, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে পুকুরের পানিতে পরে চালক রাকিব (২৪) ও বাবু (২৬) নামের দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক যুবক মারাত্মক আহত হয়ে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়কের কুসুম্বী মধ্যপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব কুসুম্বী গ্রামের আব্দুস সালাম ছেলে এবং বাবু একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাবু ও রাকিব মাটি বোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ে বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়ক ধরে কুসুম্বী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গ্রামের প্রবেশ পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়ক সংলগ্ন একটি পুকুরে পড়ে ডুবে যায়। সেখানে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়। পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাকিব ও বাবুর মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুইটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।