ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের বাঙ্গরা বাজার আবারও অবৈধ দখলের মহোৎসব! শ্যামল বর্মন শিমুল নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঙ্গরা বাজার যেন দখলদারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে! মাত্র এক বছর আগে সড়ক ও জনপথের কঠোর অভিযানে বাজারটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, আবারও সেই একই জায়গায় দোকান-পাট গড়ে তোলা হয়েছে । গত বছর সড়ক ও জনপথের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানভীর ফরহাদ শামীম এর নেতৃত্বে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নবীনগর বাঙ্গরা বাজারের অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছিল। তখন মনে করা হয়েছিল, জনদুর্ভোগের অবসান ঘটবে। তবে বাস্তবে তার উল্টো হচ্ছে। , রাতের আঁধারে আবারও নতুন করে গড়ে উঠছে শত শত দোকান। কোটি টাকার লেনদেনের মাধ্যমে বাজারটি আবারও দখল বাণিজ্যের কেন্দ্রে পরিণত হচ্ছে। সরজমিনে গিয়ে জানা যায়,বাঙ্গরা বাজারের এক মাত্র যাত্রী ছাউনির জায়গাটিসহ দখল করে তিনটি দোকান নির্মান করে ভাড়া দেন আনোয়ার হোসেন পিন্টু। এ বিষয়ে আনোয়ার হোসেন পিন্টু বলেন, আমি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে দোকান ভাড়া দিয়েছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি,খুব দ্রুতই অতীতের মতো উচ্ছেদের ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,জায়গাটি সড়ক ও জনপথের,।সড়ক ও জনপথ উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঙ্গরা বাজার যেন দখলদারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে! মাত্র এক বছর আগে সড়ক ও জনপথের কঠোর অভিযানে বাজারটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, আবারও সেই একই জায়গায় দোকান-পাট গড়ে তোলা হয়েছে ।

গত বছর সড়ক ও জনপথের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানভীর ফরহাদ শামীম এর নেতৃত্বে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নবীনগর বাঙ্গরা বাজারের অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছিল। তখন মনে করা হয়েছিল, জনদুর্ভোগের অবসান ঘটবে। তবে বাস্তবে তার উল্টো হচ্ছে।

, রাতের আঁধারে আবারও নতুন করে গড়ে উঠছে শত শত দোকান। কোটি টাকার লেনদেনের মাধ্যমে বাজারটি আবারও দখল বাণিজ্যের কেন্দ্রে পরিণত হচ্ছে।

সরজমিনে গিয়ে জানা যায়,বাঙ্গরা বাজারের এক মাত্র যাত্রী ছাউনির জায়গাটিসহ দখল করে তিনটি দোকান নির্মান করে ভাড়া দেন আনোয়ার হোসেন পিন্টু। এ বিষয়ে আনোয়ার হোসেন পিন্টু বলেন, আমি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে দোকান ভাড়া দিয়েছি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি,খুব দ্রুতই অতীতের মতো উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,জায়গাটি সড়ক ও জনপথের,।সড়ক ও জনপথ উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।