গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মার্চ) দৈনিক কালবেলা পত্রিকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার কে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার বিকাল চারটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আক্তারুল আলম মাস্টার বলেন,
রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে ওই পত্রিকার সাংবাদিককে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করিয়েছে। ওই প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া সংবাদে আমার পারিবারিক বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানহানী করা হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ধান্বিত হয়ে আমাকে হেয় করতে গিয়ে আমার এবং দলের আবমূর্তি মারত্মকভাবে ক্ষুন্ন করেছে কুচক্রি মহল। আমি গত ১৫ বছর দুঃসময়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে মামলা হামলার বিষয়ে বিভিন্নভাবে সহযোগীতা করেছি এবং এখনো করে আসছি। দলের বিভিন্ন কর্মসূচী পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবারণ করেছি। দলীয় পদ ব্যবহার করে কখনো কারো কাছে চাঁদা দাবী এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ সঠিক নয়। সংবাদে বিভিন্ন সময় দলের পদ ভাগিয়ে নেয়ার যে অভিযোগ আনা হয়েছে তাও সঠিক নয়। আমি আমার রাজনৈতিক জীবনে প্রতিটি পদ’ই দলের নেতাকর্মীদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়ে জাসছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের কর্মসূচী পালন করতে গিয়ে দুই ডজনের অধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।