[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
রাউজানে বেপরোয়া হয়ে উঠা চাঁদাবাজদের একটি দল দক্ষিণ রাউজানের লাম্বুরহাট একটি এতিখানায় চাঁদার দাবিতে হানা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছে লাম্বুরহাট হোসাইনীয় জামিউল উলুম নামের একটি মাদরাসা এতিমখানায় সংঘবদ্ধ চাঁদাবাজরা চাঁদা দাবি করে আসছিল। এতিমখানা কর্তৃপক্ষ তাদের আবদারে সাড়া দেয়নি।
জানাযায় গত সোমবার (১৭ মার্চ) এতিমখানা সম্প্রসারণের জন্য মাদরাসা কর্তৃপক্ষ পাশের জায়গা থেকে স্কেলভেটর দিয়ে মাটি কাটছিল। এসময় চাঁদাবাজরা উপস্থিত হয়ে স্কেলভেটর চালককে মাটি কাটতে বাঁধা দেয়। এসময় তারা চালককে মারধর করে স্কেলেটরের চাবি কেড়ে নেয়। এমন পরিস্থিতি হট্টগোলোর মাঝে মাদরাসার শিক্ষার্থীসহ এলাকার কয়েক শত লোক জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে মাদরাসায় আটকে রাখে। পুলিশে খবর দিলে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। বিষয়টি নিয়ে কথা বলতে মাদরাসা পরিচালক মাওলানা মোহাম্মদ রিদোয়ানুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে পুলিশ স্থানীয় ওই ইউনিয়নের এনামুল হকের ছেলে আজিজুল হককে গ্রেফতার করেছে।
রাউজান থানা ওসি মনিরুল ইসলাম ভুইয়া সাথে ফোনে ঘটনা সত্যতা জানতে যোগাযোগ করলে ফোনে অস্পষ্টতার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত