সিরাজগঞ্জে তাড়াশ প্রেসক্লাবে সদস্যদের সাথে মতবিনিময় করেছেন তাড়াশে সদ্য যোগদানকৃত নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
বুধবার বিকেলে তাড়াশ প্রেসক্লাব হলরুমে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম সকল সদস্যের সাথে পরিচিত হন। তাদের সাথে কুশালাদি বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, আমি আপনাদের উপজেলায় নতুন এসেছি । যতদিন থাকবো তাড়াশ উপজেলার উন্নয়নে কাজ করে যাব। সে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত