ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বালু খেকো আ’লীগের দোষরদের চক্রান্তে পরাস্ত হলেন ময়মনসিংহে ছাত্রদল নেতা জনি

Link Copied!

সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা টাকার বিনিময়ে সৃষ্ট কূটকৌশলের কাছে পরাস্ত যুগ যুগ ধরে। তেমনি আওয়ামী লীগের দোষরদের টাকার বিনিময়ে অপতৎপরতার কাছে পরাস্ত হলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল নেতা সামী পাটুয়ারী জনি।

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা জনি পাটোয়ারী নিজের ভাড়াকৃত জমি রক্ষা করতে গিয়ে কতিপয় অবৈধ বালু খেকোদের ভুল তথ্যের কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন। হন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী, হারিয়েছেন নিজ দলের আস্থা। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থন ছাড়াই পেয়েছে দল থেকে বহিষ্কার পত্র।

ময়মনসিংহে রাজনৈতিক আড্ডা মাতিয়ে বেড়াচ্ছে আ’লীগ নেতাদের ছত্রছায়ায় ধাবরিয়ে বেড়ানো বালু খেকোদের কূটকৌশলের গল্প। বেড়িয়ে আসতে থাকে কিভাবে সত্যকে আড়ালে রেখে সফল হয়েছে চক্রটি।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, গত বছর ব্যবসায়ী প্রয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার চরঈশ্বরদিয়া মৌজার আরওআর ১২৫৩ নং দাগ এবং বিআরএস ৩২৭৬ ও ৩২৮০ নং দাগের ভুমির মালিক মোঃ জহিরুল ইসলাম (রতন), পিতাঃ- নুরুল ইসলাম, ঠিকানা- ৮ নং কালীবাড়ী বাইলেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ এবং ১ম পক্ষ:- শিপুল সরকার, পিতা:- দেবেশ সরকার, মাতা- চঞ্চলা সরকার, বর্তমান ঠিকানা- ১৭৯ কালী বাড়ী রোড, থানা-সদর-২২০০, জেলা-ময়মনসিংহ, স্থায়ী ঠিকানা- রামগোপালপুর, থানা-গৌরিপুর-২২৭১, জেলা-ময়মনসিংহ এর নিকট থেকে বিগত ২২/১০/২০২৪ ইং তারিখে ৩(তিন) বছর মেয়াদি চুক্তি পত্রের মাধ্যমে (খালি জমি) ভাড়া নেয় মো. সামি পাটোয়ারী জনি, পিতাঃ- আজিজ পাটুয়ারি, সাং- ৪৬ নং থানার ঘাট, থানা- কোতোয়ালী মডেল জেলা- ময়মনসিংহ।

চুক্তি পত্রে উল্লেখিত ভুমিতে কতিপয় রাজনৈতিক লেবাসধারী বালু খেকোদের অপতৎপরতা বাধা দিতে গিয়ে বিপত্তির কারণ হন এবং চক্রান্তকারীদের রোষানলে পরেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সামি পাটোয়ারী জনি’কে।

বালু খেকোদের অপকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন এবং তাকেই হতে হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিন্ধান্তে পেয়ে যান বহিষ্কার পত্র। বহুদলীয় লেবাস ধারনকারী বালু খেকোরা পেয়ে যায় অবাধ বিচরনের সফলতা।

অপরদিকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে দলীয় সিন্ধান্তের প্রতি সচেষ্ট নিজের অবিচল ত্যাগ এবং কারাবরণের অবদান হয়েছে চক্রান্তকারীদের কৌশলের কাছে পদদলিত। দলবাজ বালু খেকোদের চক্রান্তে সামি পাটুয়ারী জনি হারিয়েছেন রাজনৈতিক ভবিষ্যৎ এবং আদর্শিক স্বপ্ন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সহ তার বিরুদ্ধে অপপ্রচার বিষয়ে সামী পাটোয়ারী জনি কাছে জানতে তিনি বলেন, নিজের সম্পদ রক্ষা করা বা নিজ স্বার্থ রক্ষা করা প্রতিটি মানুষের দ্বায়িত্ব । আমি আমার সম্পদ তছরুপ কারীদের হাত রক্ষা করা আমার দ্বায়িত্ব বা অধিকার। সে জন্য কতিপয় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে। প্রাথমিক ভাবে আমার উপর শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিয়েছে, উর্ধ্বতন নেতৃবৃন্দ তা পুর্নমুল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, সমাজে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বা চক্র অন্যের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে। তেমনি ভাবে কতিপয় ব্যক্তি বা চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন করেছে। মিথ্যে দিয়ে সত্যকে ধাবিত করা যায় না। তবে চক্রটি আমার যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমার রাজনৈতিক ত্যাগ দলীয় নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন এটা আমি বিশ্বাস করি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।