আজ শনিবার(২২ মার্চ) বিকেলে জিয়া পরিষদ,ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের সার্কিট হাউজ সংলগ্ন প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবীর স্যারের বাসভবনে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও বিএনপির দফতর সম্পাদক মামুন অর-রশিদ। এসময় সংগঠনের সভাপতি প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবীর স্যারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অ্যাড. কামাল হোসেন সুলতান, কৃষিবিদ মো. আব্দুল করিম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা কমিটির অন্যান্য সদস্য এবং সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুবিন রতন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত