ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে জমে উঠেছে ঈদের বেচাকেনা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জমে উঠেছে ঈদের বেচাকেনা। উপজেলার প্রতিটি মার্কেট, শপিংমল ও বিপনী বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়, গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। পছন্দসই পোশাক নিয়ে ক্রেতারা হাসি মুখেই বাড়ি ফিরছেন। সকালে মার্কেটে ক্রেতা একটু বেশি থাকলেও বিকেলে ভিড় কম দেখা গেছে। ইফতারির পরেই মার্কেট গুলোতে বাড়ে আবার ক্রেতাদের ভিড়। প্রতিটি মার্কেটেই নারীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
এদিকে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে মার্কেটগুলোতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া বিভিন্ন মার্কেটের পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পৌর শহরের জেলা সুপার মার্কেট, নিউ মার্কেট, সমবায় মার্কেট, মেয়েদের পেটে মার্কেট একতা সুপার মার্কেট,আমজাদ টাওয়ার, হকার্স মার্কেট, সদর বাজার প্রতিটি মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। এছাড়া পাড়া মহল্লায় গড়ে ওঠা বিভিন্ন কাপড়ের দোকানেও ভিড় দেখা গেছে।

দোকানগুলোর সাজিয়ে রাখা হয়েছে মেয়েদের স্কার্ট, টপস, থ্রি-পিস, জিন্স প্যান্ট, জামদানি শাড়ি, বেনারশি, কাতান, সিল্ক, জর্জেট ও জয়পুরি শাড়ি। তাছাড়া ছেলেদের জন্য রয়েছে নবাবী পাঞ্জাবী, শেরওয়ানী, ফতুয়া, কাতুয়া, টি শার্ট, প্যান্ট এবং ছোট ছেলে মেয়েদের জন্য বাহারি ডিজাইনের তৈরী পোশাক। জেলা শহরের সড়ক বাজারের শাড়ীর দোকান কমলালয়, ইলোরা, জান্নাত ফ্যাশন, শাড়ি বিচিত্রা, নীলাচল, আঁচল নামের দোকানগুলোতে মহিলাদের উপড়েপড়া ভিড় দেখা গেছে।

পৌর এলাকার মাঝিকাড়ার বাসিন্দা রোজি আক্তার ও মোবারক মিয়া বলেন, ছেলে-মেয়েদের কাপড়-চোপড় কিনতে মার্কেটে এসেছি। এবছর কাপড়-চোপড়ের দাম একটু বেশী। দেখি পছন্দসই কাপড় কিনতে পারি কিনা। গরমের জন্য ইফতারের পর পর পরিবার নিয়ে কেটাকাটা করতে বের হয়েছি।

উপজেলা সীতারামপুর গ্রামের বাসিন্দা রমজান মিয়া বলেন, ছেলে-মেয়েকে নিয়ে এসেছেন কাপড় কিনতে। বিভিন্ন দোকান ঘুরে শেষ পর্যন্ত একটা থ্রি পিস, ছেলের জন্য শার্ট ও জিন্সের প্যান্ট কিনেছেন। এবার তুলনামূলক কাপড়ের দাম বেশি মনে হচ্ছে।

পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা বান্ধবী নাসিমা আক্তার স্মৃতি জানান, দিনের বেলায় মার্কেটগুলোতে অনেক ভিড় থাকে। তাই আমি রাতের বেলা কিনতে এসেছি। গতবার থেকে এবার অনেক দাম মনে হচ্ছে কাপড়ের। তারপরেও পরিবার পরিজনের জন্য কাপড় কিনতে হবে।

হাজী লিল মিয়া টাওয়ারের জুতার শোরুমের ম্যানেজার মাসুম হোসেন জানান, এ বছর বেচাকেনা ভালো। বাকি দিন গুলোতে আরো ভালো বেচা হবে বলে তিনি বলেন।

সমবায় মার্কেটের স্টাইলিশ ম্যান ফ্যাশন এর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম শরীফ বলেন এবার ভালো বেচাকেনা হচ্ছে, আগামী দিন গুলোতে আরো ভালো হবে বলে আশা করি। তিনি জানান, তার শোরুমে শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, জিন্স পেন্ট, টি-শার্ট ও পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

ফ্যাশনের টেইলার্সের স্বত্বাধিকারী হরিদাস জানান, দেশী ও পাকিস্তানী থ্রি-পিসের চাহিদা এবার বেশি। এবছর
আগানূর, স্টোনের কাজ করা থ্রি-পিস, রেডি থ্রি পিস, গারেরার বেশ চাহিদা রয়েছে। বেচাকেনা ভালো হচ্ছে। আজ২ ০ রোজা থেকে আরো ভালো হবে বলে আশা করি।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার প্রতিনিধিকে বলেন, ঈদকে সামনে রেখে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে। ঈদ বাজারের নিরাপত্তার জন্য পুলিশের পেট্রোল টিম কাজ করছে। রাতে মার্কেটে আসা কোনো মানুষের যাতে সমস্যা না হয় সে জন্য পুলিশ টহল দিচ্ছে। শহরে যানজট নিরসনেও পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।