বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামলায় সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর পর থেকেই তাড়াশ পৌর শহরের চক্ষুহাসপাতাল চত্বরে উপজেলা সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা সমেবেত হতে থাকে। ইফতারের আগ মূহুর্ত্বে চক্ষুহাসপাতাল চত্বর নেতা-কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে।
মঙ্গলবার তাড়াশ চক্ষু হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচলনা সভায় বক্তব্য রাখেন, উপজেরা বিএনপি’স সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমূখ। পরে বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থ্যতা এবং দেশ ও জাতীয় কল্যাণ- সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।