মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ আরিফুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা তার বাবাও আহত হন।
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কালকিনি-ভুরঘাটা সড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, মোটরসাইকেল যোগে ভুরঘাটা হতে কালকিনি বাজারে আসছিলেন আরিফুল। পথিমধ্যে কাঠেরপুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক হতে আসা একটি ব্যাটারীচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।এসময় মোটরসাইকেলে থাকা আরিফুল ও তার বাবা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে ঢাকায় প্রেরণ করেন। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলী ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আরিফুলের আহতের খবরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা সমবেদনা প্রকাশ করেছেন।তারা আরিফুলের দ্রুত সুস্থতা কামনা করেন।এছাড়া তাকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর শুনেছি।এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।