ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

গুইমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ফোরকানুল হক (সাকিব) :-
মার্চ ২৬, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে সরকারি আধা-সরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একত্রিশবার তোপধ্বনি পর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের নেতৃত্বে গুইমারা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, গুইমারা থানা পুলিশ, গুইমারা প্রেস ক্লাব, স্কুল- কলেজ-মাদ্রাসা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুইমারা উপজেলা শাখা এবং অংগ সংগঠনসমুহ, ইউপিডিএফ (গনতান্ত্রিক) ও জেএসএসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৯টায় গুইমারা গভ. মডেল হাই স্কুল মাঠে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জাতির শান্তি,সম্মৃদ্ধি,দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোডা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা,এতিম ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় সরকারি আধা-সরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে সমুহে আলোকসজ্জা করা হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুইমারা থানার অফিসার ইনর্চাজ মো.এনামুল হক চৌধুরী, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন,বিভিন্ন রাজনৈতিক দলের নৈতৃবৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, হেডম্যান, কার্বারী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণীর পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।