গাজীপুরের শ্রীপুর পৌর সভার ২নং ওয়ার্ডে সরকারী জমি ও রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন নিশাদ নামের এক দাপুটে ব্যক্তি। শুধু রাস্তা দখল করাই নয়, পৌরসভার পয়নিস্কাশনের পাইপ কেটেও বন্ধ করে দিয়েছেন তিনি। ফলে আশপাশের মহল্লাবাসীর চলাচল করা যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি ময়লা নর্দমার পানিতে আশপাশ সয়লাব হয়ে দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কিন্তু এলাকাবাসী বাদ-প্রবিাদ, বাধা আপত্তি তোয়াক্কা করছেন না দাপুটে নিশাদ। নিজেকে তিনি গাজীপুর জেলা প্রশাসনের বড় কর্তা পরিচয় দিয়ে সবাইকে হুমকি ধমকি দিয়ে চলছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
শ্রীপুর চৌরাস্তা থেকে ঢাকা টু ময়মনসিংহ বৈরাগীরচালা যাওয়ার লিং রোড আমতলী মোড়ে এলজিআরডির জমি উপর বাউন্ডারি ওয়াল নির্মান করছে নিশাদ। সে নিজেকে ডিসি অফিসের বড় কর্মকর্তা বলে পরিচয় দেয়। তার স্ত্রী বাংলাদেশ পুলিশের সাব- ইন্সপেক্টর। এলাকার মানুষ তার ভয়ে মুখ খুলতেও ভয় পাচ্ছে।
গাজীপুর ডিসি অফিসে চাকরীর সুবাদে সে সরকারী জমি দখল করে এবং আশেপাশের লোকজনের পানি নিষ্কাশনের পাইপ কেটে বাড়িতে যাবার রাস্তা বন্ধ দেয়। এবং এই বলে আশেপাশের বাড়িতে থাকা ভাড়াটিয়াতে এই বলে হুমকি দেয় আপনারা কেউ এ রাস্তা ব্যবহার করবেননা। এটা আমার জায়গা এখানে আমি বাউন্ডারি ওয়াল করবো। পানি নিষ্কাশনের পাইপ কেটে রাস্তা বন্ধ করে দেয়ার ফলে ভাড়াটিয়ারা বেশ বিপাকে পড়েছে। বাসা বাড়ির ময়লা পানির দুর্গন্ধে আশেপাশের মানুষসহ পথচারীরা এ এলাকা দিয়ে চলাফেরা করতে পারছেন না।
সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। নিশান পৌরসভার পানি নিষ্কাশনের পাইপ কেটে মানুষের পায়ে চলা পথ বন্ধ করে বড় বড় গর্ত করে এখানে বাউন্ডারি ওয়াল নির্মান করার প্রস্তুতি নিতেছেন। সেই জমিতে তিনি বাউন্ডারি ওয়াল করছেন সেটা সরকারি জমি বলে এলাকার লোকজন জানান।
এলাকার ঘরবাড়িতে থাকা ভাড়াটিয়াদের বক্তব্য, আমরা চাকুরীজীবি পরিবার পরিজনদের নিয়ে এখানে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকি। হঠাৎ করে পানি নিষ্কাশনের পাইপ ও রাস্তা বন্ধ করে দেওয়ায় যাতায়াত করতে আমাদের সমস্যা হচ্ছে। বাচ্চাদের স্কুলে যেতে পারছেনা, ময়লার পাইপ কেটে দেওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে দুষিত হচ্ছে পরিবেশ।
ভুক্তভোগী ফরিদুর হাসান জানান, ১৯৯০ সালে আমার বাবা ক্রয়সূত্রে এ জমির মালিক হন। পরবর্তীতে আমার বাবা এ জমিটি আমাকে হেবা সূত্র দলিল করে দেয়। আমি ২০০৬ সালে বানিজ্যিক ভাবে এ জমির উপর বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়া দেই। সব কিছু ভালই চলছিলো। কিন্তু হঠাৎ করেই ২০২৫ সালের ২১ শে মার্চ কাউকে কিছু না জানিয়ে নিশান আশেপাশের বাড়ির ময়লা পানি নিষ্কাশনের পাইপ ও পায়ে হাটার রাস্তায় বড় বড় গর্ত করে রাস্তা বন্ধ করে দেয়। এতে আমি এবং আশেপাশে লোকজন তাদের বাড়িতে যেতে সমস্যায় পড়ে। ময়লা পানির দুর্গন্ধে দম বন্ধ ও পরিবেশ ভারী হয়ে উঠছে। আমি প্রসাশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই এলাকার জনসাধারণের স্বার্থে বিষয়টি আমলে এনে ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়টির সত্যতা জানার জন্য নিশানকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর মডেল থানায় মোঃ ফরিদুল হাসান একটি অভিযোগ দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত