বৃহস্পতিবার আবাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলার রসিক নগর গ্রামের মোবারক হোসেনকে স্বাবলম্বী প্রজেক্ট নং ১৩০ এর আওতায় মুদি মালামাল ক্রয় করে দোকান বুঝিয়ে দেওয়া হয়।
মোবারক হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক জটিল রোগে আক্রান্ত থাকায় বেশ কিছুদিন আগে আবাম ফাউন্ডেশন এর প্রতিনিধির মাধ্যমে দরখাস্ত করে,দরখাস্ত সরেজমিনে তদন্ত সাপেক্ষে তাকে প্রজেক্টের অনুদান দেওয়া হয়,এবং এ প্রজেক্টের আওতায় আসার পর মোবারক হোসেন বলেন আমি আবাম ফাউন্ডেশন এর প্রতিনিধির মাধ্যমে দরখাস্ত করে আজকে স্বাবলম্বী প্রজেক্ট ১৩০ এর আওতায় আসতে পেরে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি,এবং যারা আমাকে সহযোগিতা করেছেন আল্লাহ তায়ালা সকলের সহযোগিতাকে কবুল করুক,সে আরো বলেন আমি যেন আগামীতে অন্য আরেকজনকে স্বাবলম্বী করে দিতে পারি সেই চেষ্টায় করে যাব ইনশাআল্লাহ,এ সময় উপস্থিত আবাম ফাউন্ডেশন বাংলাদেশে এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জনাব মাওলানা রবিউল বিন মোস্তফা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এবং সংগঠনের সম্মানিত চেয়ারম্যান জনাম মুরাদ শামসুল আলম খাঁন সাহেবের একান্ত প্রচেষ্টায় এ সময় আরো উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের সদস্য আব্দুল কুদ্দুস ও মোহাম্মদ জিয়া,জাফর সহ অনন্যরা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত