নোয়াখালীর মাইজদী বাজার জেল রোডে এক বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাতেরা বাসার জানালার গ্রিল কেটে ছয়ভরি স্বর্ণ ও নগদ টাকা সহ দশ লক্ষ টাকা জিনিসপত্র লুটপাট করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে। চারতলা বাসার ভাড়াটিয়া আসমা ইফতারের দাওয়াত খাওয়ার জন্য একই ভবনের দোতলা তার ভাইয়ের বাসায় যাই। সন্ধ্যার পর বাসায় আসে দেখে গিল কেটে তার বাসার জিনিসপত্র স্বর্ণ লুটপাট করেছে দুর্বৃত্ত ডাকাতরা। পরে রাতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।