ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে আজ বৃহস্পতিবার(২৭/৩) দুপুরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ডালিম আহমেদ(২৩) সে ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে। সে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। গতকাল ঈদের ছুটিতে বাড়িতে আসে। অথচ পরের দিন বিলের মাঝে পুকুর পাড়ে একটি গাছে ঝুলন্ত লাশ হয়ে রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন, আবার কেউ আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এদিকে, নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তারা এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত