রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামাতের ইসলামী এর উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা এপ্রিল) বেলা সাড়ে ৩ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা'র এসিস্ট্যান্ট সেক্রেটারি আবছার হোসেন এর সঞ্চয়নায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মোঃ আমীন উল্লাহ ফারুকী,মোঃ আব্দুল মালেক, মোঃ হারুন-অর রশিদ, মোঃআলী আকবর সেলিম,মোঃমাইন উদ্দিন, মোঃ ইমরান, উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ ইউসুফ, সেক্রটারী ইমাম উদ্দিন, উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ওবায়দুল হক,বাঘাইছড়ি উপজেলা অফিস সেক্রটারী আবুল হোসেন, এড মোঃ হাসান আলী মারিশ্যা ইুনিয়ন সভাপতি মোঃফরিদ উদ্দিন,প্রচার সম্পাদক ডাক্তার মোঃ সর্দার আবদুর রহিম, আব্দুল মালেক,নুরুল ইসলাম মুরাদ,মোঃ এনামুল হক,মোঃ আলমগীর,মোঃ ইয়াছিন,মোঃ ফারুক,মোঃ আল মামুন সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এদেশে ইসলামী আদর্শকে বিজয়ী করতে হবে।
বক্তারা আরও বলেন, বিগত ১৭বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও জেলে ঢুকিয়েছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত