লিংকঃ ঘাড় ব্যাথা, কোমর ব্যাথা, হাটু ব্যাথা, ষ্ট্রোক, প্যারালাইসিস, ওটিজম, ঠেঁাট কাটা, তালু কাটা সহ বিভিন্ন রোগের চিকিৎসার প্রতিশ্রম্নতি নিয়ে নোয়াখালীতে আধুনিক মানের এই প্রথম ফিজিওথেরাপি কেয়ার সেন্টার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গরীব, অসহায়, রোগী সহ সকল রোগীর জন্য সঠিক চিকিৎসা সেবার দাবি স্থানীয়দের। আজ দুপুরে জেলা শহর মাইজদী হাউজিংÑএ আনুষ্ঠানিকভাবে ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। তথ্য ও ছবি: আকবর হোসেন সোহাগ, নোয়াখালী।
প্যাকেজঃ হত দরিদ্র ও সঠিক চিকিৎসার প্রতিশ্রম্নতি নিয়ে নোয়াখালীর মাইজদী হাউজিং এই প্রথম ফিজিওথেরাপি উদ্ভোধন করা হয়েছে। পাঁচজন অভিজ্ঞ ডাক্তার ও দক্ষ টেকনেশিয়ান দিয়ে সেবার প্রতিশ্রম্নতি নিয়ে এ যাত্রা শুরু করেছে হাসপাতাল কতৃর্পক্ষ। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুরু রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, ডাক্তার বোরহান উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, হাসপাতালের সাহাব উদ্দিন আমিন, ছালেহ উদ্দিন, ডাঃ ওমর ফারুক ও কৃষিবিদ জিয়াউল হায়দার পলাশ, আবু হানিফ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত