রাঙামাটির নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া উপলক্ষে দোয়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোনের কোম্পানি অধিনায়ক, মেজর মো. সায়েম আক্তার সৌধ।
মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, থানার ওসি মো. নাজির আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইউনুস মিয়া ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, মাদ্রাসার সাবেক সভাপতি মুজিবর পিসি, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ও যুবদল নেতা মো. জাফর প্রমূখ।
মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ২০২৫ সালের দাখিল পরিক্ষায় এবার এই মাদ্রাসা থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার সামগ্রী বিতরণ করা হয়৷ এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিদের মাঝে সম্মাননা পুরষ্কার বিতরণ করা হয়। পরে জোন অধিনায়কের পক্ষ থেকে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা শিক্ষকদের মাঝে উপহার তুলে দেন, নানিয়ারচর জোন অধিনায়ক প্রতিনিধি মেজর মো. সায়েম।
বক্তব্যে পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা গভির জ্ঞান আহরনে এবং মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে যাও। একবিংশ শতাব্দীর তথ্য ও প্রযুক্তির যুগে তোমরা এই এলাকার মানুষের এবং দেশের প্রতিনিধিত্ব করবে৷ তোমরা আজ বিদায় নিচ্ছ, একদিন তোমরাই এই মাদ্রাসা ও এই এলাকায় ফিরে আসবে। এই মাদ্রসা ও এলাকার মানুষের দায়িত্ব নিবে।
উল্লেখ্য, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসাটি উপজেলার একমাত্র দাখিল মাদ্রাসা। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে মাদ্রাসাটি। এবারের পরিক্ষায় ৩১জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত