ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সাংবাদিককে হুমকি

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি :
এপ্রিল ৯, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান সরেজমিনে গেলে তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ। গতকাল মঙ্গলবার (৮এপ্রিল) বেলা দেড়টার দিকে মুঠোফোনে ওই হুমকি প্রধান করেন। সাংবাদিক সিদ্দিক বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি।

সামাজিক যোগাযো মাধ্যম ফেইসবুকে এধরনের একটি অডিও ফাঁস হলে মুহুর্তেই তা ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই অডিওতে শোনাযায়,‘সাংবাদিক পরিচয় জানার পর তিনি বলেন আমি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছো। কিসের জন্য জাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন জাবেন।আপনি কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে।

সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আইতেছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি ছোদাও? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখে নেব।

বলে ফোন কেটে দেন। উল্লেখ্য, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি আমাকে ওই হুমকি প্রদান করেন। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।