সৌদি আরব জুবাইল সিটির যুবদলের সভাপতি রকি চৌধুরীর মৃত্যুতে নোয়াখালীতে বিএনপি ও যুবদলের নেতাকমীর্দের গভীর শোক প্রকাশ করেন এবং জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের মরহুমের নিজ বাড়ির সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায়, জেলা বিএনপির সাবেক নেতা আমিরুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাবের আহম্মেদ, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুল্যাহ ফারুক, আমেরিকা প্রবাসী নিহতের চাচা নিজাম উদ্দিন জসিম, সৌদি প্রবাসী বিএনপি জাহাঙ্গীর, আলমগীর কবির, সাবেক চেয়ারম্যান দুলাল, বিএনপি নেতা তানসেল, বিএনপি নেতা ছাবু প্রমুখ। মরহুমের দাফন শেষে বক্তারা মরহুমের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। মরহুমের মৃত্যুকালে তিন মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় ও গুনগাহী রেখে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সৌদি আরব জুবাইল সিটির যুবদলের সভাপতি ছিলেন। দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ঢাকার স্কয়্যার হাসপাতালে ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত