মাদারীপুরের কালকিনিতে জমিতে কাজ করতে গিয়ে পুতে রাখা বোমা বিস্ফোরণে মোঃ মোশারফ কাজী (৬৫)নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার(১৬ এপ্রিল)দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,সকালে বাড়ির পাশের জমিতে কোদাল নিয়ে কাজ করতে যান কৃষক মোশারফ আলী।এসময় কাজ করতে করতে হঠাৎ পুতে রাখা বোমার ওপর কোদালের আঘাত লাগে।এতে বোমাটি বিস্ফোরিত হয়ে তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে যায়।পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,”বিস্ফোরক দ্রব্যের আঘাত প্রাপ্ত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গা আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে।”
রকিবুজ্জামান
মাদারীপুর