মাদারীপুরের কালকিনিতে আনুমানিক ৬৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার(২০ এপ্রিল) বিকেলে কালকিনি-ভুরঘাটা সড়কের টিএন্ডটি অফিস সংলগ্ন মোল্লা গ্লাস হাউজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়,অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ঐ নারী গত কয়েকদিন যাবৎ হাসপাতাল এলাকার আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু রোববার বিকালে হঠাৎ করে ওই মহিলার লাশ একটি দোকানের সামনে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেন।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার জানান, “আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে জেনে এসেছি।ওই মহিলা খুব অসুস্থ ছিল।মনে হয় দীর্ঘদিন যাবৎ রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছিল।”
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে এম সোহেল রানা জানান,”খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল।তার পরিচয় পাওয়া যায়নি।”