সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৭ বিজিবি বাবুছড়ার উদ্যোগে এলাকার গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার(২১এপ্রিল) সকালে বাবুছড়া ব্যাটালিয়ন আয়োজনে হেলিপ্যাড মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করবেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি'র অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান। চিকিৎসা সেবা প্রদান করেন ৭ বিজিবি'র মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম। চিকিৎসা সেবা পেয়ে দুর্গম বাবুছড়া এলাকার অসহায় ও হত-দরিদ্র মানুষ।
রবিধন কার্বারী পাড়া থেকে চিকিৎসা নিতে এসে মঙ্গল চাকমা (৭০) বলেন, টাকা অভাবের চিকিৎসা নিতে পারছিনা ডাক্তার দেখে ঔষধ দিয়েছে। বিজিবি-কে ধন্যবাদ। #
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত