ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে// ঘটে গেছে এক//পৈশাচিক, বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড*যা কাঁপিয়ে দিয়েছে স্থানীয় জনপদকে।
খায়রুন নামে এক গৃহবধূর মরদেহ** উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা অবস্থায়, /গোপনে কবরে ফেলে রেখে/ পালিয়ে গেছে /অ/জ্ঞা/ত ঘা/ত/ক।
খায়রুনের স্বামী/তাজমুল হক*জীবিকার তাগিদে /১০ দিন আগে কুমিল্লায়/ গেছেন। ওই সময় থেকে খায়রুন ছিলেন একাই।
পরিবারের অন্যান্য সদস্য বা প্রতিবেশীরা জানিয়েছেন, খায়রুনকে গত কয়েকদিন ধরে দেখতে পাননি,
তবে কেউ কিছু সন্দেহ করেননি।
হঠাৎ স্থানীয় এক ব্যক্তি ভূগর্ভস্থ কবর সদৃশ একটি স্থানে/গন্ধ পেয়ে সন্দেহ করে পুলিশকে খবর দেন।
পরে /পুলিশ এসে খায়রুনের মরদেহ উদ্ধার করে// যা ছিল /হাত/পা/বাঁ/ধা* চাদরে মোড়ানো অবস্থায় /মাটির নিচে কবরের গর্তে /
এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি /একটি সুপরিকল্পিত/
অমানবিক ও পৈশাচিক অপরাধ।
হত্যার পর মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। এর মধ্যে ঘাতকের নিষ্ঠুরতার চরম রূপ স্পষ্ট।