পটুয়াখালীর বাউফলে সবজি চাষ করে সাবলম্বি ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যে ক'জন তরুন উদ্যোক্তা রয়েছে তাদের মধ্য অন্যতম যুবক উপজেলার মো. মহিউদ্দিন টিপু (৩০)। টিপুর গ্রামের বাড়ি উপজেলার বগা ইউনিয়নের পাতারপোল গ্রামে। এখন কৃষিক্ষেত্রে পরিচিত নাম। প্রতিকূল পরিবেশ পার করে, আজ তিনি সফল করলা চাষি। তাঁর জীবনযাত্রার পরিবর্তন আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা।
কর্মজীবনের শুরুতে মহিউদ্দিন সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতারণার শিকার হন। এরপর ঢাকা শহরে বায়িং হাউজে কাজ শুরু করলেও তা ছিল অস্থির। কিছুদিন পর, স্ত্রী মোসাম্মাত ফাতেমার পরামর্শে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং কৃষিতে হাত দেন। প্রথমে ছোট পরিসরে করলা চাষ শুরু করলেও এখন তার দুই খণ্ড জমিতে প্রায় ১২০০টি করলা গাছ রয়েছে। প্রতি সপ্তাহে তিনি ২০-২৫ হাজার টাকা আয় করেন, মাসে ১ লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি, লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাকসহ বিভিন্ন সবজি চাষ করছেন।
মহিউদ্দিন বলেন, ‘শুরুতে কোনো পুঁজি ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ্ আমরা ভালো আছি। ৫০ শতক জমিতে ৩ লাখ টাকার করলা বিক্রি করেছি।’ তবে, বাজারে সিন্ডিকেটের কারণে দাম কমে যায়, যার সমাধান চেয়েছেন তিনি।
মহিউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম জানান, শুরুতে টিউশনি ও সেলাই মেশিনের কাজ করে সংসার চালালেও এখন তারা ভালো আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন জানান, মহিউদ্দিনের করলা চাষে কৃষি অফিস সহযোগিতা প্রদান করছে। তাঁর সফলতা দেখে পার্শ্ববর্তী কৃষকরাও এখন উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত