বরকলের ছোটহরিণা ব্যাটালিয়ন (১২বিজিবি) এর অধিনস্থ বড়হরিণা বিওপি কর্তৃক অবৈধ বাংলাদেশী রসুন পাচার কালে আটক করা হয়।
আজ ২২ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০৬.৩০ ঘটিকায় বড়হরিণা থেকে সীমান্তের দিকে যাত্রাকালে সন্দেহভাজন নৌকা তল্লাশীকালে অবৈধ ১৪২৬ কেজি বাংলাদেশী রসুন নৌকায় রেখে মাঝি পালিয়ে যায়। পরবর্তীতে বড়হরিণা বিওপির টহলদল কর্তৃক উক্ত মালামাল আটক করা হয় যা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হয়েছিল। যার আনুমানিক মূল্য ৩,১৩,৭২০/- টাকা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত