স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) এর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়রী করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। গত রবিবার তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় তএ সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন ১৫ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বর্তমানে কাহাম নামে এক ছেলে সন্তন আছে। বিয়ের পর থেকে তার স্বামী (রেভিলিয়াম রোয়াজা) তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে করিত। বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ট করে তুলে ছিলেন।
তিনি আরো উল্লেখ করেন তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে তাঁর উপর বিভিন্নগালমন্দ করেন ও হত্যার হুমকি দেন। আর তাকে (জিরুনা ত্রিপুরা) কে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে তাকে (জিরুনা ত্রিপুরা)কে ফাঁসাবেন বলে হুমকি দেয়।এতে তিনি মনে করেন তাকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে তাকে ফাঁসাতে পারে, এই জন্য তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন।এ নিয়ে কথা বলার জন্য রেভিলিয়ার রোয়াজার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়রী করার বিষয়টি স্বীকার করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত