ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কৃষকের ফাঁস দেওয়া লাশ পান বরজে

দৈনিক কালের প্রতিচ্ছবি
এপ্রিল ২৭, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পান বরজে রাসেল মোল্লা (২৫) নামের এক পান চাষির গলায় ফাঁস লাগানো লাশ পাওয়া গেছে। বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে ওই কৃষকের গলায় ফাঁস লাগানো ছিল। তবে তার পা দুটি মাটিতে ঠেকে ছিল।
শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাসেল।
রাসেল উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। রাসেলকে হত্যা করে ফাঁস দিয়ে লাশ রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের
স্থানীয়রা জানান, নিজের জমিতে পানের চাষ করতেন রাসেল। তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পান বরজে। আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন। পরে বরজে তার লাশ পাওয়া যায়।
মৃতের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, ‘রাসেল ভালো ছেলে ছিল। গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে রাতের কোনো এক সময় হত্যা করে লাশ পান বরজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করছেন তার সজনেরা। ’
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘কারও সঙ্গে রাসেলের বিরোধ ছিল না। এলাকার সবাই তাকে ভালো হিসেবে জানেন।’
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।