মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। নাসির উদ্দিন (১৫) নামের ছেলেটিকে এখনও উদ্ধার করা যায়নি।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়াল খাঁ সেতুতে ঘটনাটি ঘটে।
সেতুতে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। তার সঙ্গে ৬ বছরের একটি মেয়েও ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুতে মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন তিনি।
বিপরীত পাশে রেলিংয়ের ওপরে থাকা স্থানীয় কিছু মানুষ ঘটনাটি দেখে ফেলেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ লাইনে ফোন করে ঘটনাটি জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে একটি দল আড়িয়াল খাঁ সেতু থেকে একটি মেয়েসহ ওই নারীকে হেফাজতে নেয়।
ওই নারী (৪৫) বিষয়টি স্বীকার করে বলেন, জন্মের পর থেকেই তার ছেলে প্রতিবন্ধী। হাত-পা চিকন, কথা বলতে পারে না, দাঁড়াতেও পারে না। স্বামী মারা যাওয়ার পর থেকে এখন এই সন্তানটি সংসারের বোঝা। অভাবের সংসারে একমাত্র যন্ত্রণার কারণ মনে করে তিনি সেতু থেকে ফেলে দেন তার ছেলেকে।
এদিকে নিজের সন্তানকে নদীতে ফেলে দেওয়ার দৃশ্যটি কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। তারা এই মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন,”খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ওই নারীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। ছেলেটিকে উদ্ধারে অভিযান চলছে।”