“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(০১মে) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালন করা হয়। এ দিবসটির উপলক্ষ্যে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয় । পরে টাউন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময়, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শহরের প্রধান সড়ক হয়ে মুসলিম পাড়া এলাকার প্রবেশ মূখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।