ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বাউফল প্রতিনিধি:
মে ৩, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে শাহ আলম রাঢ়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় উপজেলার কায়না গ্রামে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বাবুল বলেন, প্রায় ১মাস অতিবাহিত হলেও একজন আসামীও এখনও গ্রেফতার হয়নি। তারা বিদেশ পালিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এখনও বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকী প্রদর্শন করছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, আবদুল মালেক খান, আবদুর রহমান সাখায়েত হোসেন ও ডা. নুপুর বেগম।
উল্লেখ, ২৪ মার্চ সকাল ১১টার দিকে জমাজমি ও  ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে একই এলাকার গবিন্দ, বিদান, রাজু, হৃদয় বইরাগী, বাসু, নিকর, রিপন পাল, রমেশ, মিন্টু, পবিত্র ও শ্যামল গংরা
শাহ আলম রাঢ়ীর বাড়ীতে এসে হামলা করে।  প্রথমে শাহ আলমের রাঢ়ীর স্ত্রী নাজমা বেগমকে পরে পুত্র রাকিব সহ তিন ছেলে ও শাহ আলম রাঢ়ীকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। ঢাকা থেকে পুনরায় বাউফল হাসপাতালে ভর্তি করলে ১লা মে সকালে মারা যান শাহ আলম রাঢ়ী। আহতদের মধ্যে রাকীব মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।  আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।