মাদারীপুরের ডাসারে সড়ক দুর্ঘটনায় মোঃ ইলিয়াস হাওলাদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।
গতকাল রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার পান্তাপাড়া ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হাওলাদার সদর উপজেলার মোস্তফাপুর এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত ওই যুবক মোটরসাইকেল নিয়ে রাত আনুমানিক ১০ টার দিকে পাথুরিয়ারপার থেকে মোস্তফাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পান্তাপাড়া এলাকায় ইসাবেলা ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইলিয়াস।পরে খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ওই যুবকের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জমাদার বলেন,”খবর পেয়ে আমরা নিহত ইলিয়াসের মরদেহ উদ্ধার করেছি।মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”