ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ

জীতেন বড়–য়া খাগড়াছড়ি প্রতিনিধি
মে ১২, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মুল শ্রোতধারায় সম্পৃক্ত করতে খাগড়াছড়ি জেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সহায়ক উপ-করণ বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অর্থ ও অডিট) ড: মো: রেজাউল কবির। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মো: শাহজাহানসহ প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সেবার মানোন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সেবার মানোন্নয়নে সেবা কেন্দ্রের জন্য জনবল বৃদ্ধি, উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র চালু এবং পাহাড়ের দুরত্ব ও দুর্গমতা বিবেচনায় উপজেলা পর্যায়ে সহায়ক উপকরণ বিতরনের অনুরোধ জানানো হয়। সভায় প্রতিবন্ধীদের করুনা নয়,সমাজের মুল শ্রোতধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসারও আহবান জানানো হয়।
#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।