প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মুল শ্রোতধারায় সম্পৃক্ত করতে খাগড়াছড়ি জেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সহায়ক উপ-করণ বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অর্থ ও অডিট) ড: মো: রেজাউল কবির। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মো: শাহজাহানসহ প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সেবার মানোন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সেবার মানোন্নয়নে সেবা কেন্দ্রের জন্য জনবল বৃদ্ধি, উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র চালু এবং পাহাড়ের দুরত্ব ও দুর্গমতা বিবেচনায় উপজেলা পর্যায়ে সহায়ক উপকরণ বিতরনের অনুরোধ জানানো হয়। সভায় প্রতিবন্ধীদের করুনা নয়,সমাজের মুল শ্রোতধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসারও আহবান জানানো হয়।
#