ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় চেতনানাশক স্প্রে করে বাড়ির সর্বস্ব লুট!

Link Copied!

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া শিমুলতলায় বাবু ফার্মেসির স্বত্বাধিকারীর বাড়িতে চেতনানাশক স্প্রে করে বাড়ির সর্বস্ব লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (১০ মে) গভীররাতে এ ধরনের ঘটনা ঘটে।
এতে বাড়ির মালিক আব্দুল খালেক (৭০) এবং তাঁর সহধর্মিণী আজিজা(৬৫), ভাড়াটিয়া বাইতুল মুয়াজ্জাম জামে মসজিদের ইমাম হাফেজ মো: সাইফুল ইসলাম (৪৫) এবং তাঁর সহধর্মিণী জান্নাতুন ফেরদৌস (৩৫) সহ ৪ জন গুরুতর অসুস্থ।
ঘটনার বিবরণে জানা যায়, রাতের খাবার সেরে প্রতিদিনের ন্যায় রাত ১১.০০ টার দিকে উভয় পরিবারের লোকজন ঘুমাতে যায় কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেবকে দেখতে না পেয়ে স্থানীয় মুসল্লী সবুর আলী ফজরের নামাজে ইমামতি করেন। পরবর্তীতে আর কেউ খোঁজ খবর নেননি কিন্তু যহুরের নামাজে আজান না হওয়ায় সবুর আলী ইমামের বাড়িতে খোঁজ নিতে গেলে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পান। পরক্ষণেই ইমাম সাহেবের ছেলে হাফেজ হাবিবুল্লাহ বার বার বাবার মোবাইলে যোগাযোগ করতে না পেরে স্বশরীরে উপস্থিত হয়ে মা-বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্হানীয় বাসিন্দা রেজাউল করিম রেজা জানান, ” আব্দুল খালেক চাচা এবং চাচীর দুই মেয়ে। তারা বিদেশে থাকে, বাসায় যহুরের নামাজে ইমাম না আসার কারণে আমরা ঘটনাটি জানতে পারি “। পরে আমরা এলাকাবাসী দ্রুত ৪ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করি।

এ ব্যাপারে হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বাকি ৩ জন আশঙ্কামুক্ত। তবে তাদেরকে কি ধরনের চেতননাশক প্রয়োগ করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না।

এদিকে ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, দুপুরে ঘটনা জানার পর পরই ভুক্তভোগীদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। তবে উক্ত ব্যক্তিদের কি ধরনের চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে নাকি স্প্রে করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। কি ধরনের জিনিসপত্র চুরি হয়েছে তাও বলা যাচ্ছে না। যেহেতু ভিকটিম এখনো অচেতন।
তিনি আরও বলেন, অভিযোগ দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।