ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

থানায় অভিযোগ দায়ের তাড়াশে জমি-জমা বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাট

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
মে ১২, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজিবর নামের এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর, গাছ পালা কর্তন, মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই কৃষক তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ি মৌজায় ৩০ শতক জমি নিয়ে ঈশ্বরপুর গ্রামের কৃষক নজিবর রহমানের সাথে পার্শ্ববর্তি গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া (শিকারপাড়া) গ্রামের আব্দুল ছাত্তার মন্ডল ও আমির হোসেন মন্ডল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে আব্দুল ছাত্তার মন্ডলের নেতৃত্বে ৪৫ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড়, করাত, হাতুড়ী, শাবল ও হাসুয়া নিয়ে নজিবরের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির আঙ্গীনায় ১২ টি ফলন্ত লিচু গাছ, ১০ টি আম গাছ, ৫০ টি সুপারী গাছ কেটে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে লোকজন তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকে ভাংচুর চালায়। এ সময় ঘরে থাকা ৪ বস্তা চাল, ৯ মন সরিষা, ১৫ মন রসুন, সাড়ে ৪ লাখ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।