বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরে কৃষাণ কৃষাণীদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকালে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন, বনরুপা হার্টিকালচার সেন্টারের উপপরিচালক আপ্রু মারমা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০জন কৃষকের মাঝে ১টি করে আম, লেবু, লিচু, লটকন, পেয়ারা ও মাল্টা চারা বিতরণ করা হয়।
এসময় রাঙামাটির বালুখালি হার্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ শফিক আল সারাহ ও নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রুহুল আমীন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত