ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

সাউথ এশিয়া ফ্রেন্ডসিপ অ্যাওয়ার্ড পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী

Link Copied!

চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ সাউথ এশিয়া ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৫ এর সম্মাননা স্মারক ও সনদ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর চীফ মেডিকেল অফিসার ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

রোববার (২৭ শে এপ্রিল) বিকাল ৪ টায় নেপালের রাজধানীর কাটমুন্ডু এর সুরিয়া হেরিটেজ (৫ তারকা) হোটেল এ সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল” এর উদ্যোগে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল সরকারের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী অয়েন বাহাদুর শাহীর নিকট হতে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের অভ্যন্তরীণ ও আইন বিষয়ক মন্ত্রী জনাব সুরাজ চাঁদ লামিচানে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির কেন্দ্রীয় নেতা শান্তি শায়েস্তা এমপি, তানজিন ভুটিয়া এমপি, ক্লাব ফিফটি এর চেয়ারম্যান ড. অংকুর বি. কারকি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জি বাংলার প্রেজেন্টার ড. মৌ ভট্টাচার্য ও নিপা আক্তার এর সঞ্চালনায় নেপালের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কারকি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো.গোলাম ফারুক মজনু।

সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকার ৩২ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।

তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।