ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটে লোড-আনলোডের শ্রমিক সরবরাহের বিরোধকে কেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডিং কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র করে শাহিন মৃধা নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা এগারোটার দিকে ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামের তিন যুবক আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকার। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের শ্রমিক সরবারহকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ধানখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে দশটার দিকে ৫০/৬০ জন লোক ঘটনাস্থলে পৌছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জালিয়ে দেয়। এসময় শাহিন মৃধা ওই প্রতিষ্ঠানের ভিতরে থাকলেও স্থানীয়রা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।