পবিত্র বুদ্ধ পূর্ণিমা ও ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা উপলক্ষে নানিয়ারচরে বৌদ্ধ ধর্মীয় মঙ্গল যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ভূইয়াদমপাড়া মহাসতীপটঠান ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্র ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ধর্মীয় মঙ্গল যাত্রা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় মঙ্গল যাত্রাটি কুতুকছড়ি আবাসিক এলাকা, কুতুকছড়ি বাজার ও ঘিলাছড়ি বাজার প্রদক্ষিণ করে ঘিলাছড়ি ইউনিয়নের চৌধুরীছড়া গিয়ে শেষ হয়। পরে ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রে গিয়ে দিনের প্রথম পর্বের ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়।
এদিন দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান ও হাজার বাতি দানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হবে। এসময় স্বধর্ম দেশনা প্রদান করবেন, ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ধর্ম রত্ন ভান্তে।
সকালে ধর্মীয় মঙ্গল যাত্রায় ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রের সভাপতি লিপন চাকমা, স্থানীয় সুদত্ত বিকাশ চাকমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।