রাঙামাটির নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি মামলায় এই অর্থদণ্ড আদায় করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।
এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ধারানুযায়ী মো. রুবেল এর থেকে ২০হাজার টাকা ও মো. হৃদয় খানের নিকট থেকে একই আইনে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে নানিয়ারচর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মো. নাজির আলম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা জানান, ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম জাতীয় পণ্য তৈরি এবং আইসক্রিমের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও দাম উল্লেখ না থাকায় ২জনকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য অভিযানে জব্দকৃত এসব আইসক্রিম পুলিশী হেফাজতে নিয়ে পরে তা ধ্বংস করে নানিয়ারচর থানা পুলিশ।