ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষ: দা’র কোপে কৃষকের হাত বিচ্ছিন্ন, আহত ৪

এহসানুল হক কবির,গাজীপুর প্রতিনিধি
মে ১৩, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হযরত আলী (৬৫) নামে এক কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় দুই পক্ষের আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসূতা (দক্ষিণ পাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত হযরত আলী মৃত হাবিজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন—একই গ্রামের মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) এবং কলেজছাত্রী কন্যা সঙ্গীতা বিশ্বাস (১৭)। বর্তমানে তাঁরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর থানায় কর্মরত।

হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ জানান, বন বিভাগের মালিকানাধীন একটি জমিতে দীর্ঘদিন ধরে হযরত আলী ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। এ জমি নিয়ে বনবিভাগের আদালতে মামলা চলমান। মঙ্গলবার সকালে অমূল্য চন্দ্র বিশ্বাস ও তার ভাই অমৃত চন্দ্র বিশ্বাস বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ করতে গেলে হযরত আলী বাধা দেন। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে অমৃত চন্দ্র বিশ্বাসের হাতে থাকা দা দিয়ে হযরত আলীকে কোপানো হয়, ফলে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যপক্ষে প্রফুল্ল চন্দ্র বিশ্বাস দাবি করেন, তাদের জমিতে চাষাবাদ করতে গেলে হযরত আলী ও তার স্বজনেরা প্রথমে তাদের ওপর হামলা চালায়। চিৎকার শুনে পুলিশ কনস্টেবলের ভাতিজি সঙ্গীতা বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাদের তিনজন আহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেব চক্রবর্তী জানান, “হযরত আলীর বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিক্যালে রেফার করা হয়।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, “আমি ঢাকায় সাক্ষীর কাজে অবস্থান করছিলাম। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।