রাণীশংকৈল'পূর্ব বনগাঁও পাঁচপীর গোরস্থান, ঠাকুরগাঁও মৃত্যুবরণ কারী হযরত আলী (৩২) (বাড়ি) টেকিয়া মহেষপুর, রাণীশংকৈল।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের পূর্ব বনগাঁও পাঁচপীর গোরস্থানে* মাটি ভরাটের সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
গোরস্থান উঁচু করণের কাজ চলাকালে একটি ট্রাক্টরের বডি গোরস্থানের মেইন গেটের ছাদের সঙ্গে ধাক্কা খেলে ছাদ ভেঙে পড়ে।
এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক হযরত আলী (৩২) গুরুতর আহত হন।
গোরস্থানের ভেতরে মাটি ভরাটের জন্য ট্রাক্টর প্রবেশ করছিল। এ সময় ট্রাক্টরের পেছনের বডি গেটের ওপরের ছাদে গিয়ে ধাক্কা খায়।
এবং ছাদটি হঠাৎ ভেঙে পড়ে চালকের উপর।
উপস্থিত স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় হযরত আলীকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক
হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও এলাকাবাসীর শোক
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হযরত আলী ছিলেন টেকিয়া মহেষপুর এলাকার বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা দিশেহারা।
এলাকাবাসী জানান, গোরস্থানে কাজের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি ছিল না।
তারা বলেন“এমন দুর্ঘটনা এড়ানো যেত, যদি একটু সতর্কতা থাকত।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত